মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আলী আজম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার কুলাউরা উপজেলার আমরুক এলাকা থেকে গ্রেফতার হয়েছে। আলী আজম উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত মালু মিয়া’র পুত্র।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, আসামী আলী আজম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পুলিশ এসল্টসহ ৩ টি মামলার ওয়ারেন্টভূক্ত ও একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। বিশ্বস্থ সূত্রে খবর পেয়ে আজ সকালে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। আগামীকাল শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।