ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ঢালিউড | শাকিবকে নিয়ে হজে যেতে চাই : অপু

শাকিবকে নিয়ে হজে যেতে চাই : অপু

বিনোদন ডেস্ক :  সন্তান জয়কে নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই স্বামী শাকিব খানের সঙ্গে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না নায়িকা অপু বিশ্বাসের। বিয়ের খবর প্রকাশ হওয়ার পর কখনোই তাদের এক ছাদের নিচে থাকার কথা শোনা যায়নি।

গত বৃহস্পতিবার থেকে আলোচিত এ জুটির মধ্যে ‍শুরু হয়েছে নতুন যুদ্ধ। গত শুক্রবার সন্তান জয়কে কাজের মেয়ে শেলীর কাছে রেখে ঘরে তালা দিয়ে অপু কলকাতায় যান। এমন খবর পেয়ে ছেলেকে দেখতে গুলশানে নিকেতনের বাসায় যায় শাকিব খান। কিন্তু সেখানে গিয়ে ছেলের সঙ্গে দেখা করতে না পেরে তিনি ফিরে আসেন।

শাকিব অভিযোগ করেন, ‘ছেলের প্রতি মায়া থাকলে তাকে এভাবে কাজের মেয়ের কাছে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় রেখে কলকাতা যেতে পারতো না অপু। মা হিসেবে সে বিগ জিরো। তার বিরুদ্ধে শিগগিরই সিদ্ধান্ত নেব।’

অন্যদিকে, অপু শাকিবের অভিযোগ অস্বীকার করে বলেন, বাইরে থেকে তালাবদ্ধ করে আসিনি। আমি নেই বলেই শেলী জয়কে নিয়ে ভেতর থেকে তালাবদ্ধ করে আছে। তাছাড়া, জয়কে ঢাকায় শাকিবের কোনো আত্মীয়-স্বজনের কাছে রেখে আসতে ভরসা পাননি বলে দাবি করেন তিনি। কাছাকাছি থাকলেও শাকিবের কোনো আত্মীয়-স্বজন নাকি তাঁর বা জয়ের কোনো খোঁজখবর নেন না বলেও অভিযোগ করেন অপু।

এই যুদ্ধের মধ্যেই অপু শোনালেন চমকপ্রদ এক খবর। স্বামী শাকিব খানকে নিয়ে হজে যাওয়ার ইচ্ছার কথা জানান তিনি। রবিবার সাংবাদিকদের অপু নিজেই একথা জানান। বলেন, ‘আমি নামাজ আদায় করি, রোজা পালন করি। হজে যাওয়ারও ইচ্ছে আছে। তবে আমি একা নই। আমার স্বামী শাকিবকে নিয়ে হজে যেতে চাই। শাকিব ছাড়া আমি হজে যাবো না। আর আমি সবসময় চাই, শাকিবের সঙ্গে সংসার করতে। এটা সে  ভালো করে জানে।’

উল্লেখ্য, ২০০৮ সালে শাকিবের গুলশানের বাসায় গোপনে বিয়ে হয় শাকিব-অপু জুটির। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। গোপন রাখা হয় এই বিষয়টিও। অবশেষে চলতি বছরের ১০ এপ্রিল বিকেলে সাত মাসের ছেলেকে সঙ্গে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সব প্রকাশ করেন অপু বিশ্বাস। এ ঘটনায় শাকিব প্রথমে ক্ষুব্ধ হলেও পরে সবকিছু স্বীকার করেন এবং অপুর সঙ্গে সুখে সংসার পাতবেন বলে জানান।  কিন্তু সেই সুখের সংসার এখনো পাতা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...

পার্বত্য অঞ্চল হবে সম্পদ শান্তিতে সমৃদ্ধ: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়টি বেশ জটিল, তবে ...