সুনামগঞ্জ প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের সকল স্থরের কর্মকর্তাগনসহ মুক্তিযোদ্ধা, জেলা আ,লীগ ও বিএনপি, জাপাসহ সকল দলের সকল অংঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্ধ।
সকালে জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এসময় উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদেল বকত, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা পর্যায়ের জেলা আ,লীগ ও বিএনপি, জাপাসহ সকল দলের সকল অংঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্ধ এবং বিভিন্ন দপ্তর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ,লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারন সম্পাদক এনামুল কবির ইমন, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ অন্যান্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন মোনাজাত করা হয়।
পরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন ও উপস্থিত রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা আওয়ামীলীগ এর সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ অন্যান্যরা।