কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিরোধী দলের আন্দোলনের হুমকি সম্পর্কে বলেন, বেগম খালেদা জিয়া গত চার বছরে নির্বাচন কমিশন নিয়ে একটি কথাও বলেননি, অথচ এখন তিনি নির্বাচনী পরিবেশ তৈরি করতে ফাঁকা আওয়াজ দিয়ে মাঠ গরম করে বেড়াচ্ছের। তিনি ফাঁকা আওয়াজে মাঠ গরম করতে পারলেও, নিরপে নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে পারবেন না। রোববার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। সংলাপ সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচনকে অর্থবহ ও নিরপে করতে যদি কোনো ত্রুটিবিচ্যুতি থাকে তাহলে বিরোধীদলীয় নেত্রীকে প্রস্তাব নিয়ে সংলাপে বসতে হবে। পূর্বশর্ত দেয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া সংলাপ বানচাল করছেন বলে তথ্যমন্ত্রী অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য নির্বাচন অপিরহার্য ও জরুরি। কেবল একটার পর একটা সরকার বদল বাংলাদেশের জন্য যথেষ্ট নয়। সময় এসেছে একটি অব্যাহত শান্তিপূর্ণ পরিবেশ তৈরির। নির্বাচনোত্তর পরিবেশে হত্যা, খুন, বোমাবাজির রাজনীতির কবল থেকে দেশকে রেহাই না দিতে পারি তাহলে আমরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব না। তথ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, সোমবার অষ্টম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, আশা করছি রোববার ভেতরে ওয়েজবোর্ড গেজেট আকারে দফতরে আসবে। গণমাধ্যমের ভাইবোনরা সোমবার গেজেট দেখতে পাবেন। সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীনসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।