স্টাফ রিপোর্টার, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : আগামী শনিবার গার্মেন্ট শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিমুখী শ্রমঘন পোষাক শিল্পে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে বিজিএমইএর অনুরোধে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখতে বলা হচ্ছে।
এতে বলা হয়, শনিবার ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়নগঞ্জ ও চট্টগ্রামে গার্মেন্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো খোলা রাখার সিন্ধান্ত গৃহীত হয়েছে।