ফরহাদ চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি, ১৪ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা এলাকা থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন সেটসহ ও ১০ হাজার টাকা নিয়ে গেছে দু®কৃতকারীরা।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার থেকে গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কালিয়ায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রীবেশে দু’জন দু®কৃতকারী নড়াইল সদরের হবখালি-বাগডাঙ্গা গ্রামের জাকির হোসেনের (৩০) মোটরসাইকেল ভাড়া করে। ভাড়ায়চালিত মোটরসাইকেলটি লোহাগড়ার বাঁকা এলাকায় পৌঁছালে দু®কৃতকারীরা চালক জাকিরকে অজ্ঞান করে মোটরসাইকেলটিসহ তার ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট ও তার কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়।
রাত ৮টার দিকে বাঁকার স্থানীয় লোকজন অচেতন অবস্থায় জাকিরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে জাকির হোসেনের জ্ঞান ফিরলেও তার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।