বি এইচ টিটু, সদরপুর, ফরিদপুর থেকেঃ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের দুর্বারটেক গ্রামের মৃতঃ লতিফ মাতুব্বরের পুত্র লোকমান মাতুব্বর (৪৫) এর মৃতদেহ গত সোমবার সকাল ১০ ঘটিকায় আড়িয়াল খাঁ নদী থেকে শিবচর থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যর নিকট হস্তান্তর করেন। জানাযায় গত শনিবার ২৫শে সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় শিমুলতলী বাজারে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাতুব্বরের সমর্থক এবং প্রতিপক্ষ প্রার্থী রোকন মোল্লার সমর্থকদের সংঘর্ষে আহত অবস্থায় নিখোঁজ হয় লোকমান মাতুব্বর। উক্ত বাজারে মজিবর রহমান মাতুব্বরের সমাবেশ চলাকালীন সময়ে রোকন মোল্লার সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি এবং মারামারি বেধে যায়। মারামারির একপর্যায়ে মজিবর রহমান মাতুব্বর তাহার সমর্থকদের নিয়ে ইঞ্জিন চালিত নৌকা করে আড়িয়াল নদী পার হ’য়ে আসার সময় রোকন মাতুব্বরের নির্দেশে বতু মাতুব্বর সহ তাদের লোকজন মজিবর মাতুব্বর কে হত্যার উদ্দেশ্যে নদীর মাঝখানে হামলা চালিয়ে নৌকা ডুবিয়ে দেয়। মজিবর মাতুব্বর সহ আহতরা কোনমতে কিনারার উঠে আসলেও নিখোঁজ থাকে লোকমান মাতুব্বর।