জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এলাকায় বিদ্যুত সরবরাহ কেন্দ্রটি লোকবলের অভাবসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। ব্রিটিশ আমলে নির্মিত কুলাউড়া রেলওয়ে জংশন ও বিদ্যুত সরবরাহ কেন্দ্রটি তার অতীত ঐতিহ্য অনেকটা হারিয়ে ফেলছে। কুলাউড়া রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের প্রায় ৩ শতাধিক বাসা, রেলওয়ে জংশন স্টেশনের বিভিন্ন অফিস, রেলওয়ে হাসপাতাল, লোকো অফিস, আইডাব্লিউ ও পিডাব্লিউ অফিস, রেলওয়ে থানা, রেলওয়ে নিরাপত্তা অফিস, রেলওয়ে রেস্ট হাউস, রানিং রোম অফিসসহ সকল েেত্র সমস্যার পাহাড়। বরমচাল ও ভাটেরা রেলওয়ে স্টেশনসহ এ কেন্দ্রে লাইনম্যান ও লাইনম্যানের সহকারী ৭ জন থাকার কথা থাকলে বর্তমানে লাইনম্যান রয়েছে ১ জন ও সহকারী ১ জন। ইলেকট্রিক খালাসি পদ থাকলেও এ পদে বর্তমানে কোনো লোকজন নেই। এছাড়া আগে রেলওয়ে বিদ্যুত সরবরাহ কেন্দ্রে একজন সিনিয়র সাব এ্যাসিসটেন্ট প্রকৌশলী (ফোরম্যান) ছিল। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপ বেশ কিছুদিন আগে তাকে সিলেট বদলি করে। বর্তমানে বিদ্যুত সরবরাহ কেন্দ্রে লোকবল কম থাকায় এতোবড় এ জংশন এলাকায় তদারকির অভাবে কিছুসংখ্যক লোক অবৈধ ডেমিজ বাসাবাড়িতে হুক লাগিয়ে বিদ্যুত ব্যবহার করছেন।
এ ব্যাপারে কুলাউড়া বিদ্যুত সরবরাহ কেন্দ্রের এলসিডাব্লিউম্যান সানোয়ার আলী জানান, এ কেন্দ্রে ১২ জন লোক থাকার কথা থাকলেও বর্তমানে তিনিসহ কর্মরত রয়েছেন মাত্র দুইজন। লোকবল সংকট স্বাভাবিক কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটছে।