ব্রেকিং নিউজ
Home | জাতীয় | লাস ভেগাসে ৫৯ জনকে হত্যার ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

লাস ভেগাসে ৫৯ জনকে হত্যার ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রবিবার রাতে নির্বিচারে গুলি চালিয়ে ৫৯ জনকে হত্যার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ও জনগণ বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে সহানুভূতি ও সমর্থন নিয়ে আপনার পাশে রয়েছি।’ তিনি বলেন, ‘নিহতদের আত্মার মুক্তি কামনায় আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি এবং এই হামলায় যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

কর্তৃপক্ষ জানায়, রবিবার রাতে লাস ভেগাসে মান্দালায় বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর পাশের রাস্তায় একটি সঙ্গীত উৎসবে এক বন্দুকধারী নির্বিচারে গুলি চালানোয় অন্তত ৫৯ জন নিহত এবং অপর ৫২৫ জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলায় মিশুক, সিএনজি, অটো রিক্সা ...

মদনে হানাদারমুক্ত দিবস পালিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ নেত্রকোণা মদনে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের ...