লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে যুবদল নেতা কাওসার আলম সবুজসহ(৩৮) বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাতে পৃথক অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। যুবদল নেতা কাওসার আলম সবুজ কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তিনি ভোটমারী এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী কাওসার আলম সবুজকে ভোটমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল সে বিষয়ে কোন তথ্য দিতে পারেননি তিনি।
এ দিকে জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, জেলার ৫ টি থানা ও গোয়েন্দা পুলিশ টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় আরো ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।