নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে তুরস্ক ভিত্তিক সংগঠন ‘টিকা’ সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছেন ‘আলোকিত বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে এ ত্রাণ বিতরণের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোকিত বাংলাদেশ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ, তুরস্ক টিকা সংস্থার বাংলাদেশ প্রতিনিধি শেরিফে ওজতুর্ক, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও আমিনুল ইসলাম, পিআইও ফেরদৌস আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, কৃষকলীগের সভাপতি আলা উদ্দিন মিয়া প্রমুখ।