Home | আন্তর্জাতিক | লাগাতার হরতালের হুমকি হেফাজতে ইসলামের

লাগাতার হরতালের হুমকি হেফাজতে ইসলামের

স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ঢাকা অভিমুখে লংমার্চে বাধা দিলে লাগাতার হরতালের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা এ হুমকি দেন।

সমাবেশে হেফাজতে  ইসলাম বাংলাদশেরে যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দনি রুহী বলেন, ‘লংমার্চের পূর্বে শাহবাগসহ দেশের সব গণজাগরণ মঞ্চ ভেঙ্গে দিতে হবে। নতুবা লংমার্চ থেকেই এসব মঞ্চ গুড়িয়ে দেয়া হবে।’

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘লংমার্চে কোন ধরনের বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরদিন থেকেই লাগাতার হরতাল দেওয়া হবে। সেক্ষেত্রে সকল দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করতে হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হেফাজত নেতা হাফজে তাজুল ইসলাম, আহসান ইসলাম, মাওলানা কারী ফজলুল করিম, মাহবুবুর রহমান আমিন, নেজামে ইসলাম পার্টির নেতা মুফতি হারুন ইজহার প্রমুখ।

সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

x

Check Also

বিশ্ব প্রভাবশালীর তালিকায় মোদী

ইন্টারন্যাশনাল ডেস্ক : টাইম ম্যাগাজিনের বিচারে চলতি বছরে বিশ্বে সবচেয়ে প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছেন সিএএ ...

করোনা পরিস্থিতি সামলাতে ইংল্যান্ডে কড়া পদক্ষেপ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইংল্যান্ডে করোনা পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপের পথে হাঁটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস ...