মোঃ মাকছুদুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সরকারী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ হয়েছে। এসময় সংঘর্ষে উভয় পরে ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, সোমবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর সরকারী কলেজে ছাত্রদলের কর্মীরা শো-ডাউন করতে গেলে কলেজ ছাত্রলীগের কর্মীরা বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রদল কর্মী রিয়াদ, রবিন, এ্যানি, রুবেল ও ছাত্রলীগের মিথুন, শুভ, টুটুল আহত হয়। এদের মধ্যে রিয়াদ ও রুবেলের অবস্থা গুরুত্বর বলে জানা যায়, আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি আজিম নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা কোন কারন ছাড়াই আমাদের উপর অর্তকিত হামলা চালায় এতে আমাদের কিছু কর্মী গুরুত্বর আহত হয়। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন আজিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।