মোঃ মাকছুদুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি॥ রামগঞ্জ পৌর এলাকার টামটা মিয়াজান পাটওয়ারী বাড়ীর পুকুর থেকে রামগঞ্জ সরকারী কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ফেরদৌস আলমের (১৮) লাশ মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে স্থানীয়রা।
জানা যায়, রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের কাশিমনগর পালের বাড়ীর সরকারী চাকুরীজীবি নাজমুল হকের ছেলে রামগঞ্জ সরকারী কলেজের মেধাবী ছাত্র ফেরদৌস আলম নাদিম তার নানা বাড়ী পৌরসভার টামটা গ্রামের মিয়াজান পাটওয়ারী বাড়ীতে থেকে লেখাপড়া করে আসছিল। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকালে নাদিম নানার বাড়ীর পুকুরে গোসল করতে যায়। দীর্ঘসময়ে সে ঘরে ফিরে না আসায় বাড়ীর লোকজন তাকে খোঁজাখুজি করে। পরে পুকুরের থেকে তার লাশ উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুর কারন জানা যায়নি । নাদিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।