মোঃ মাকছুদুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি॥ কমলনগরে অপরহরনকারীদের কবল থেকে পলায়ন করে ৩ স্কুল ছাত্রের প্রাণে রক্ষা পায়। মঙ্গলবার সকাল ১০টায় চর জাঙ্গালীয়া এস সি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকা থেকে ৯ম শ্রেণীর ৩ ছাত্রকে অচেতন করে মাইক্রোবাসে তুলে নেয় অপহরনকারীরা। ছাত্ররা হল, আবুল কাশেমের ছেলে বেলাল, বিমল মজুমদারের ছেলে ঝলক মজুমদার. মোঃ হোসেন এর ছেলে জমির আলী। বেলা ১২টার দিকে ঝলকের জ্ঞান ফিরলে সে তার সহপাঠীদেরকে নিয়ে গাড়ী থেকে নেমে যায়। নামার কিছুক্ষনের মধ্যেই গাড়ীটি বেগমগঞ্জ-চৌরাস্তা থেকে দ্রুত পালিয়ে যায়।
ঝলক জানায় গাড়ীটি থামানো অবস্থায় ছিল। ভিতরে আরও ৩টি শিশু ছিল অচেতন অবস্থায়। তবে তারা অপহরনকারীদের কে দেখতে পায় নাই। এ ব্যাপারে কমলনগর থানায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লকিত উল্যাহ পাটওয়ারী জিডি করেন। কিছুদিন পূর্বে চর ফলকন গ্রামের নাজমুল হক আলমের ছেলে ইনজামুল হক মাহিম (৯) হারিয়ে যায় এখনও পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নাই। স্থানীয়রা মনে করেন অপহরনকারী ১টি চক্র এলাকায় সক্রিয় রয়েছে। এ ব্যাপারে কমলনগর থানার (ওসি) সুব্রত ব্যানার্জি জানান, অপহরনকারী চক্রকে ধরার চেষ্টা করছি।