মোঃ মাকছুদুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি॥ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশের প্রতিবাদে দেশব্যাপী জামায়াত-শিবিরের ৪৮ ঘন্টা ডাকা হরতাল লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চলছে।
হরতালের প্রথমদিন সকালে শহরের মিয়া রাস্তার মাথায় সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এসময় ওই স্থানসহ শহরের উত্তর তেহমুনী এলাকায় ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির কর্মীরা। সকাল থেকে শহরের উত্তর তেহমুনী, দণি তেহমুনী, আলিয়া মাদ্রাসা, দালাল বাজার ও বিসিক শিল্পনগরী ও ইটেরপোল এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এদিকে সকালে শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে শিবির সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ ।
শহরে আইন শৃঙ্খলা রায় পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা শহর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।