মোঃ মাকছুদুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি॥লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কে মাসিক আইশৃঙ্খলা বিষয়ক সভা ১৭ সেপ্টেম্বর’১৩ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক একে এম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নবাগত পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা কামাল মজুমদার, সির্ভিল সার্জন ডাঃ মোঃ আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম, কমলনগর উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল, সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ফরিদা ইয়াছমিন লিকা, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী প্রমুখ।
সভায় লক্ষ্মীপুর সদর র্পৃবাঞ্চলের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক সমস্যা, বিদ্যুৎ সমস্যাসহ জেলার সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।