ইন্টারন্যাশনাল ডেস্ক : রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ এবং এই ব্যবস্থায় নেতৃত্ব দিতে দেশটিতে বিশেষ দূত নিয়োগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মিয়ানমার থেকে বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগনের জন্য মানবিক সহায়তা হিসেবে আড়াই কোটি কানাডিয়ান ডলার মানবিক সহায়তা দিয়েছে। ট্রুডো এই সহায়থা বাড়িয়ে দ্বিগুণ করা হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছেন।
ট্রুডো বলেন, তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশেষ করে রোহিঙ্গা মুসলিম জনগনের উপর সে দেশের সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছে তা সহ জরুরি মানবিক ও নিরাপত্তা সংকট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যে সীমাহীন আক্রমণ’ চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনের সহিংসতায় গত আগস্ট থেকে এ পর্যন্ত সংখ্যালঘু লাখো লাখো মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এর আগে, গত মাসে ট্রুডো সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহবান জানিয়েছিলেন।