গোপালগঞ্জ প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গোপালগঞ্জ পৌরপার্কে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচীতে গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, বাগেরহাট, মাদারীপুর জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা অংশ নেয়।
পরে সেখানে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মুফতি রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা নুরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা শামসুল হক, মাওলানা ফরিদ আহম্মেদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জিনাত আলি, মাওলানা আবুল কালাম, মাওলানা শিহাব উদ্দিন, মুফতি রেজাউল করীম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি শুয়াইব ইব্রাহীম, মুফতি মাকসুদুল হক এবং মুফতি মুইনুদ্দীন।
সমাবেশ স্থলে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গা মুসলমানদের সহয়তার জন্য অর্থ তোলা হয়। তাছাড়া কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের উদ্যোগে রোহিঙ্গা মুসলমানদের মানবিক সাহায্য দেবার জন্য একটি সহায়তা তহবিলও খোলা হয়েছে। এ সমাবেশে অন্ততঃ ২৫ হাজার মুসল্লী ও সাধারন মানুষ অংশ নেন।
এসময় বক্তরা, মায়নমারে রোহিঙ্গা মুসলমান গনহত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে রোহিঙ্গা মুসলমানদের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপিড়ন অনতিবিলম্বে বন্ধ করার জন্য মিয়ানমারকে হুশিয়ারী দেয়া হয়। তারা আরো বলেন,নির্যাতন-নিপিড়ন, হত্যা বন্ধ না হলে রোহিঙ্গা মুসলমানদের পাশে থেকে রক্ত দিতেও প্রস্তুত এ দেশের মুসলমানরা।