মোঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি: সম্প্রতি মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন, গণহত্যা, বাড়ি-ঘর আগুনে পুড়িয়ে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা তাফসীরুল কোরআন কমিটির উদ্দ্যেগে ১৫ সেপ্টম্বর শুক্রবার বাদ জুম্মা পৌর শহর ও মাওনা চৌরাস্তা এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায়। বিক্ষোব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেলে উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উপজেলা তাফসীরুল কোরআন কমিটির সভাপতি মাওলানা মনিরুল ইসলাম গাজীপুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় আলেম ও ঈমাম গন। বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিয়ে রাখাইন রাজ্যে নিরাপদ পূর্নবাসনের দাবী জানান। মানবিক দৃষ্টিকোন থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘসহ বিশ্ববাসীকে দ্রুত রোহিঙ্গাদের পাশে আসার আহ্বান জানান। ঘাতক সূচির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে তার নোবেল পুরষ্কার ফিরিয়ে নেয়ার দাবি তোলা হয় প্রতিবাদ সমাবেশ থেকে। অন্যথায় ভবিষ্যতে মায়ানমার দূতাবাস ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান। উক্ত প্রতিবাদ সভা থেকে আগামী শনিবার নফল রোজা ও ১৯ সেপ্টেম্বর রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচী ঘোষণা করা হয়।
