স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন গত আসরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে তুর্কি ক্লাব গ্যালাতাসারেকে তাদের মাঠেই ৬-১ গোলে হারিয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছে স্প্যানিশ জায়ান্টরা।
বেশ শক্তভাবেই খেলা শুরু করেছিল গত আসরের সেমি ফাইনালিস্ট তুর্কি ক্লাব গ্যালাতাসারে। কিন্তু প্রথমার্ধের ৩৩ মিনিটে ইসকো তাদের শক্ত রক্ষণভাগকে ফাঁকি দিয়ে রিয়ালকে এগিয়ে নেন। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। এরপর দ্বিতীয়ার্ধে রোনালদোর হ্যাটট্রিক ও করিম বেনজেমার জোড়া গোলে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এদিন প্রথম একাদশে নামা হয়নি গ্যারেথ বেলের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে রোনালদোকে একটি গোলে অ্যসিস্ট করেন ফুটবল বিশ্বের সবচেয়ে দামী এই তারকা।
গ্যালাতাসারের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন উমুত বুলুত।