
মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট দলের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত অ্যাশ্টোনি হোভায়ের ব্লুমবার্গ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, রাশিয়ার উত্থাপিত প্রস্তাব অনুযায়ী কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের আইন অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়াই সিরিয়ায় হামলা চালাতে পারবেন। তিনি বলেন, সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার জন্য রাশিয়ার হাতে খুব কম সময় রয়েছে।
মার্কিন এ কংগ্রেস সদস্য আরো বলেছেন, রুশ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে এবং এর পাশাপাশি কংগ্রেসের সমর্থন পেলে সিরিয়ায় হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ওবামার অবস্থান অনেক শক্তিশালী হবে।