স্টাফ রিপোর্টার : বর্তমানে বিশ্বের সব থেকে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর সম্প্রতি প্রথমবারের মতো রিয়ালের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সময় কাটালেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেল। বুধবার আনুষ্ঠানিক ভাবে রিয়ালে যোগ দেন ওয়েলস ফরোয়ার্ড বেল।
যোগদানের পর অনুশীলনে এলে তাকে প্রথমেই স্বাগত জানান রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পরে অন্যান্য ক্লাব সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে অনুশীলনের ছবি দেয়া হয়েছে। সেখানে বলা হয়, বেল প্রথমে ব্যক্তিগত কিছু শারীরিক অনুশীলন করেন। এরপর তিনি মাঠে অন্য ফুটবলারদের সঙ্গে যোগ দেন।
এদিকে আসছে শনিবার লা লিগা’র খেলায় ভিলারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ধারণা করা হচ্ছে ঐ ম্যাচেই রিয়ালের হয়ে অভিষেক হতে পারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলের।