জুবের সরদার দিগন্ত, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : কাদের মোল্লার যাবজ্জীবন সাজার বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল গ্রহন করে আপিল বিভাগ যে রায় দিয়েছে তার বিরুদ্ধে রিভিউ করা যাবেনা বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান ও দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এম পি। তিনি বলেন, আপিল বিভাগের রায়ে কাদের মোল্লার ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই কারন এ আপিল কোনো প্রচলিত সাংবিধানিক নিয়মে করা হয়নি, এটা করা হয়েছে ওয়ার্ক ক্রাইম ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এক্টের এইচ ধারায় সুতরাং সংবিধানের অনুচ্ছেদ ১০৫ বা অন্য জায়গায় পুনর্বিবেচনার (রিভিউ) যে অধিকার দেয়া হয়েছে এ ক্ষেত্রে তা প্রযোজ্য হবেনা কারন এটা শুধু গনহত্যা জনিত মনবতা বিরোধি অপরাধই নয় যুদ্ধাপরাধও বটে। তিনি বলেন, রিভিউয়ের কথা বলে সময় ক্ষেপন করার পেছনে অসৎ উদ্যেশ রয়েছে। যারা ৩০ লাখ মানুষ হত্যা করেছে, ২ লাখ মা-বোনের সম্রমহানি করেছে, হাজার হাজার ঘর বাড়ি পুড়িয়েছে তাদের ক্ষমার কোনো সুযোগ নেই। বুধবার দিরাই উপজেলা গনমিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল আধিদপ্তরের আওতাধীন রুরাল এমপ্লয়মেন্ট এন্ট রোড মেইন্টেনেন্স প্রোগ্রাম (আরইআরএমপি) শীর্ষক প্রক্লপের আওতায় উপজেলার ৯ ইউনিয়নের মহিলা শ্রমিকদের সঞ্চয়ী জমার চেক বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহামদের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌর মেয়র আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলতাব উদ্দিন, মহিলা পিআইও শাহিন, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার গনিউজ্জামান লস্কর, ডা. আশুতোষ দাস, ইউপি চেয়ারম্যান রতি কান্ত দাস ও আকিক আহমদ।