Home | আন্তর্জাতিক | রাষ্ট্রপতির দাফন বনানী কবরস্থানে

রাষ্ট্রপতির দাফন বনানী কবরস্থানে

স্টাফ রিপোর্টার, ২০ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে দাফন করা হবে রাজধানীর বনানী কবরস্থানে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির মরদেহ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকায় আসছে। তাকে প্রথমে বঙ্গভবনে নেয়া হবে, সেখান থেকে তার মরদেহ সিএমএইচ এর হিমঘরে রাখা হবে। শুক্রবার দুপুর আড়াইটায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এরপর বিকেল সাড়ে ৩টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভরনের দক্ষিণ প্লাজায়।

বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় ৪টা ৪৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে জিল্লুর রহমানের মরদেহ দেশে নিয়ে আসা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান জানান, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় পৌঁছবে।

x

Check Also

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...

এক শটে বাংলার বাইরে ফেলব ওদের : মমতা

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভাঙা পা নিয়েই শেষ মুহুর্তের নির্বাচনি প্রচারে মাঠ গরম করছেন ...