ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | রামুর কচ্ছপিয়ায় অভিভাবক সমাবেশে

রামুর কচ্ছপিয়ায় অভিভাবক সমাবেশে

খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম বলেছেন, অন্ধকারে আলো ছড়াচ্ছে কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। অবহেলিত ও শিক্ষায় পিছিয়ে পড়া এ জনপদে এ ধরণের প্রতিষ্টান আরো অনেক আগে প্রতিষ্ঠা প্রয়োজন ছিল। যা নানা সমস্যায় হয়ে উঠেনি। কিন্ত আজ আধুনিক কচ্ছপিয়া বির্নিমানে এনিয়ে আসেন কচ্ছপিয়ার উদিয়মান চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান। যিনি এ মুহাব্বত আলী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে এলাকাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। এ কারনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং শিক্ষকদের রেতন-ভাতা বৃদ্ধিসহ নানাভাবে জরুরী পদক্ষেপ নিয়েছেন। এ কারনে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। রোহিঙ্গা প্রসংঙ্গে তিনি আরো বলেন, বর্মি সেনাদের বর্বর হত্যাযজ্ঞের কারনে আজ রোহিঙ্গারা দেশ ছেড়ে এ দেশে আশ্রয় নিয়েছে। তাদের বিষয়ে আওয়ামী লীগ সরকার যাবতীয় মানবিক আচরণ করতে নির্দেশ দিয়েছেন। আর আমরাও মানুষ তাই আমাদের এসব বিবেচনা করে রোহিঙ্গা ভাই-বোনদের প্রতি সদয় আচরণ করতে হবে।
তিনি বুধবার (২০ শে সেপ্টেম্বর) বিকেলে হাজিরপাড়া মুহাব্বত আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশের প্রধান অতিথির বক্তবে এ সব কথা বলেন। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মওলানা মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাকমারকূলের চেয়ারম্যান নূরুল ইসলাম , গর্জনিয়ার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,কাউয়ারখোপের চেয়ারম্যান মোস্তাক আহমদ, জোয়ারিয়ানালার চেয়ারম্যান শামসুদ্দিন প্রিন্স,রশিদ নগরের চেয়ারম্যান এমডি শাহ আলম, ঈদগড়ের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রামু উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু যুবলীগ নেতা মাহমদুর রহমান, এমপি কমলের বিশেষ সহকারী আবু ব্ক্কর ছিদ্দিক, রামু উপজেলা যুবলীগ নেতা ওসমান গণি প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...