বিনোদন ডেস্ক : বলিউডের হট সেনশেসন দীপিকা পাড়ুকোন চলচ্চিত্র শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি এবং সমালোচকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন।
সর্বশেষ তাকে প্রশংসাবর্ষণে সিক্ত করেছেন এমনই একজন, যিনি প্রশংসা করার ক্ষেত্রে একেবারেই উদার নন। তিনি হলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
‘রামলীলা’ ছবির শুটিংয়ের শেষ দিনে তিনি দীপিকার প্রতি রীতমতো প্রশংসাবর্ষণ করেছেন। ছবিতে অত্যন্ত আবেগঘন একটি দৃশ্যে দীপিকা খুব মুন্সিয়ানার সঙ্গে কাজ করেছেন।
বানসালি দীপিকার অভিনয়ে এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি সবার সামনেই দীপিকার উচ্চ প্রশংসা করেন।
আর এতে দীপিকা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ছবির সেটেই কেঁদে ফেলেন।