মোঃ মাকছুদুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি : ঃ রামগঞ্জে স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদ কর্মীদের নিয়ে সাবেক চার দলীয় ঐক্যজোটের এল জি আর ডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার অনুসারীরা তাদের নিজস্ব কার্যালয়ে রবিবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে এক বৈঠক করে। অনুষ্ঠিত বৈঠকে জিয়াউল হক জিয়ার অনুসারী সাবেক পৌর কাউন্সিলর আবদুস সাত্তার লাতু ও মিজানুর রহমান মিরনসহ কতিপয় নেতারা সাংবাকদিকদের বলেন, রামগঞ্জের কৃতিসন্তান সাবেক এল জি আর ডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া দীর্ঘ সাত বছর পর ঢাকা থেকে অচিরেই রামগঞ্জে আসছেন। তিনি আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে সম্ভাব্য প্রার্থী হবেন। এ লক্ষ্যে আগামী দিন গুলোতে সাংবাদিকরা আমাদের সকল কর্মসূচি ও সভা-সমাবেশের সংবাদ আপনাদের প্রতিনিধিত্বের পত্রিকায় প্রকাশ করবেন। যারা আমাদের অনুষ্ঠিত সভা-সমাবেশের পজেটিভ সংবাদ পত্রিকায় প্রকাশ করে কাটিং দেখাতে পারবেন তাদেরকে আমরা সম্মানী দিব। সংবাদ প্রকাশের আগে কোন সাংবাদিকে আমরা সম্মানী দেব না। এতে স্থানীয় ও অখ্যাত পত্রিকার কয়েকজন সংবাদ কর্মী সংবাদের কাটিং দেখিয়ে সম্মানী নেওয়ার সম্মতি দেন। জাতীয় পত্রিকার সাথে জড়িত কয়েকজন সিনিয়র সাংবাদিক সংবাদের কাটিং দেখিয়ে সম্মানী নেওয়ার কথা শুনে লাজে ক্ষোভ প্রকাশ করে বলেন, পত্রিকায় সংবাদ পাঠানোর দায়িত্ব আমাদের কিন্তু পাঠানো সংবাদ প্রকাশ করার এখতিয়ার পত্রিকা কর্তৃপক্ষের। সংবাদের কাটিং দেখিয়ে সম্মানী নেওয়ার ঘোষণা অযোক্তিক। এতে সাংবাদিক সমাজকে হেয় ও অপমান করা হয়েছে। সংবাদ কাটিং দেখিয়ে সম্মানী নেওয়ার সাংবাদিকতা আমরা করি না।