রানীশংকৈল প্রতিনিধিঃ-ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে মাল্টা,কমলা,বাদামী লেবু জাতীয় চারা গাছের পরিচর্য্যার উপর প্রশিক্ষন প্রদান ও চারা গাছ বিতরন করা হয়েছে।
বুধবার ৪ ঘন্টা ব্যাপী এ র্কমশালায় উপজেলার ২নং নেকমরদ ইউপির ৩০ জন কৃষককে বসতবাড়ীতে লেবু জাতীয় চারা গাছ রোপনের উপর প্রশিক্ষণ প্রদান ও কৃষক প্রতি ১২টি করে চারা বিতরণ।
সমগ্রহ উপজেলা জুড়ে ২০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান ও ৪০ শতক জমির জায়গা জুড়ে ব্লক প্রর্দশনীর জন্য কৃষক প্রতি-কমলা,মাল্টা,বাদামী লেবু জাতীয় চারা গাছ ১০০টি করে বিতরণ করা হয়েছে। এ সময় কৃষকদের প্রশিক্ষন প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাহেদুল ইসলাম। উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথসহ প্রমূখ
