ঠাকুরগাঁওয়ে ২০ টি ভিক্ষুক পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
রবিবার (০২ জানুয়ারি)রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে,ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারের মাঝে একটি করে এসব গরু বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল প্রমূখ।
গরু বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল