ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট ফাইনালে নেকমরদ চ্যাম্পিয়ন

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট ফাইনালে নেকমরদ চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (৬ আগস্ট) বাংলাগড় যুব ক্রীড়া সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, সাবেক চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়, বাংলাগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আরথান আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই তাই তরুণদের খেলাধুলার জন্য মাঠমুখী করতে হবে। এসময় তিনি ক্রীড়াঙ্গনে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চুড়ান্ত খেলায় জনগাঁও ইলাহার ইয়াং স্টার ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন নেকমরদ ফুটবল দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সেমির প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে কেমন খেলেন মেসি?

স্পোর্টস ডেস্ক: চলতি কোপা আমেরিকায় নিজ দল আর্জেন্টিনাকে নিয়ে রীতিমতো উড়ছেন অধিনায়ক ...

এবার বিসিবিকে ধুয়ে দিলেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইস্যুতে গত দুদিন ধরে আলোচনার ...