ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় পাটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার (১লা জানুয়ারি) পালিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বণ্যার্ঢ্য র্যালী শেষে শান্তা কমিউনিটি সেন্টারে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় পাটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপা’র সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের।
যুবসংহতির সম্পাদক পৌর কাউন্সিলর ইসাহাক আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক তোয়াহা, যুবসংহতির সভাপতি জয়নাল আবেদিন, ইউনিয়ন সভাপতি শাহাদাৎ হোসেন, সম্পাদক শাহা আলম, মাইদুল ইসলাম, মির্জা মিঠু, শ্রমিক নেতা আঃ কুদ্দুশ, যুব সংহতির নেতা আকতারুজাম্মান প্রমুখ।
আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: