সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) : গতকাল সোমবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলার বড়িয়াপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বড়িয়াপাড়া গ্রামের শাহাদ আলীর ছেলে আজাদ আলী(৪৫),একই গ্রামের হায়দার আলীর ছেলে বাবর আলী(৪০) ও মৃত আয়েত আলীর ছেলে শহিদুল ইসলামকে মাদক সেবনের দায়ে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী।