রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের ৮টি ইউনিয়নে গত দু’দিনে দুই হাজার হত দরিদ্রদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে চালগুলো বিতরন করা হয় । রোববার চারটি ইউনিয়নে একহাজার এবং গতকাল সোমবার চারটি ইউনিয়নে একহাজার জনসহ দু’দিনে দুই হাজার জনকে সহায়তা মূলক এই চালগুলো বিতরণ করা হয় ।
গতকাল সোমবার উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদে চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে উক্ত পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্লা,সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, নওগাঁ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌছি ইয়াসমিন চৌধুরী, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টু,একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমূখ