রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে গত তিন দিনে হেরোইন,ইয়াবা,গাঁজাসহ পৃথক ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে । থানাপুলিশ জানিয়েছে,গত শুক্রবার সন্ধ্যায়,এস আই আক্তারুজ্জামান ফোর্সসহ উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আইনুল হকের ছেলে ফাহিম ইসলাম (২২) কে তিনগ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। শনিবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এস আই আক্তারুজ্জামান উপজেলার চককুতুব এলাকা থেকে মৃত আলেফ আলীর ছেলে জালাল উদ্দীন (৬৩) নামের একজনকে ৮৭ পিচ ইয়াবা এবং আধাগ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।এছাড়া গত রবিবার সন্ধ্যায় এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে আবাদপুকুর কুতকুতিতোলা এলাকা থেকে মমতাজ উদ্দীন (৪০) নামের একজনকে একশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতার মমতাজ ওই এলাকার কালীগ্রাম বড়িয়া পাড়া গ্রামের কুদরত আলী ওরফে কুদুনের ছেলে। একই দিন থানাপুলিশ আবাদপুকুর এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানা মূলে শ্রী মানিক দেব (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার মানিক উপজেলার ভান্ডার গ্রামের রঘু দেবনাথের ছেলে।তার বিরুদ্ধে টাকা লেন-দেন সংক্রান্ত আদালতে মামলা রয়েছে বলে জানাগেছে।
