রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৮ পিস ইয়াবাসহ আবু সাইদ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানাপুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার পারইল ইউনিয়নের বোহার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাইদ উপজেরার বোহার গ্রামের আব্দুল মমিনের ছেলে ।
থানাপুলিশ জানায়,রাণীনগর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারইল বোহার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা বিক্রির জন্য বের হলে তাকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৮পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ।