রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পরিষদের উদ্যেগে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল, মাস্ক, হ্যান্ড স্যানি টাইজার ও ইন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়।
সোমবার (১১ জানুয়ারি) উপজেলা জনস্বাস্থ্য অফিস মাঠে উপজেলা পরিষদ এর ব্যবস্থাপনায় এ কার্যাক্রম পরিচালিত হয়। এই সময় কম্বল, মাস্ক, হ্যান্ড স্যানি টাইজার ও ইন্টিসেপটিক সাবান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহ্রাওয়াদ্দী (বাপ্পি), উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম, উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম (সাবু), প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইত্তেফাক এর সাংবাদিক আলতাফ হোসেন সরকার প্রমূখ।