আলতাফ হোসেন সরকার, রাজারহাট সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগে নারী শিক্ষার প্রসার ঘটানো সেক্যুলার গণতান্ত্রিক চিন্তা-চেতনা, ধ্যান-ধারনা বিস্তার এবং কুপমস্তক চিন্তা ও সাম্প্রদায়িকতা বিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে সংবিধান স্বীকৃত প্রাপ্ত আইনে যথাযথ প্রয়োগ সাধন করার লক্ষে সমাজ তান্ত্রিক মহিলা ফোরাম রাজারহাট উপজেলা শাখার প্রথম সম্মেলন গতকাল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুড়িগ্রাম জেলা বাসদের আহ্বায়ক কমরেড জাহেদুল হক মিলু, কুড়িগ্রাম জেলা বাসদের সদস্য সচিব কমরেড ফুলবর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড দিলরুবা খানম নূরী, কুড়িগ্রাম জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক কমরেড আক্তারা বেগম (আঙ্গুর) প্রমূখ। সভা শেষে আতোয়ারা খাতুন আশাকে আহ্বায়ক এবং যশোদা রাণীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক মহিলা ফোরাম রাজারহাট উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের পূর্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্র্রদক্ষিণ করে।