রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বাড়েছে শীতের তীব্রতা। বিপর্যপ্ত হয়ে পড়েছে এই জনপদের স্বাভাবিক জীবন যাত্রা। পেটের তাগিদে শীতকে উপক্ষা করে কাজের সন্ধানে বের হয়েও কাজ না পেয়ে বিপাকে পড়েছেন কর্মজীবি মানুষেরা। এছাড়া চলতি ইরি বোরো চাষের মৌসুম শুরু হলেও তীব্র শীতের কারণে জমিতে আমন ধান রোপন করতে পারছেন না চাষিরা। এছাড়াও শীত জনীত রোগ বৃদ্ধি পাচ্ছে।
ডাংরারহাট এলাকার অটো চালক আলম মিয়া ও আব্দুল করিম মিয়া জানান আটো নিয়ে রাস্তায় বের হয়েছি কিন্তু যাত্রী নেই। অটো জমার টাকা তোলা দায়। তার পর পরিবারের খরচ তোলা খুবই কষ্টকর।
দিন মজুর ফজিয়ত উল্লা, মজিবর রহমান, জংলা বাবু জানান ৫ দিন ধরে ঠান্ডায় কাজ করতে পারিনাই গড়ে খাবার না থাকায় অন্যের কাছে ধার দেনা করে চলছি।
উপজেলা আবহাওয়া পর্যব্যেক্ষর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০.২-৮.৮ ডিগ্রী সেলসিয়াস উঠা নামা করলে ও রবিবার উপজেলা সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০৭ ডিগ্রী সেলসিয়াস।
উপজেলা নির্বাহী অফিসার জানান উপজেলা ৭ টি ইউনিয়নের ৫হাজার ৪ শত কম্বল বিতরণ করা হয়েছে ।