আলতাফ হোসেন সরকার, রাজারহাট(কুড়িগ্রাম)সংবাদদাতা ঃ ১২অক্টোবর বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রথম ধাপে এক হাজার তাল বীজ বোপন করা হয়। প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রথম ধাপে নাজিমখান- সেলিমনগর সড়কের দু’ধারে তাল গাছের এসব বীজ বোপন করার উদ্যোগ গ্রহন করে উপজেলা কৃষি অধিদপ্তর। এ সময় নাজিমখান- সেলিম নগর সড়কের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহান, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু, নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় অনলাইল পত্রিকার সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত তাল বীজ বোপন করে উদ্বোধন করেন। এ উপজেলার বিভিন্ন সড়কে পর্যায়ক্রমে আরো ৫হাজার তাল গাছের বীজ বোপন করা হবে বলে উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায় জানিয়েছেন।