এ, এস লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : শীর্ষ যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট এম,আই ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে গতকাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় এম, আই ডিগ্রী কলেজের শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে জয় বাংলা মোড়ে কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-ছাত্রলীগ সাঃ সম্পাদক মাহফুজার রহমান মনু, সুমন রায়, লোকমান হোসেন, সোহেল পারভেজ, জিয়ন, এন্তাজুল, আতিকুজ্জামান প্রমূখ। পরে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।