আলতাফ হোসেন সরকার, রাজারহাট সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানে শিক্ষকদের দু’টি হাজিরা খাতায় স্বাক্ষর করার চ্যাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বর্তমানে ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি গঠন না হওয়ায় শিক্ষা কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। জানা যায়, উপজেলার চাঁন্দামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার ও সহকারী প্রধান শিক্ষক মোঃ ওবায়েদ উল্লার মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই সূত্র ধরে বিগত দু’বছর ধরে প্রধান শিক্ষক সমর্থিত ৪ জন শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সমর্থিত ৯জন শিক্ষক আলাদা হাজিরা খাতায় স্বাক্ষর করে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এদিকে সহকারী প্রধান শিক্ষক গ্র“পের সদস্যরা অনিয়মিত স্কুল কলে আসলেও প্রধান শিক্ষক অনুপস্থিতির বেতন কর্তন করতে চাইলে তারা প্রধান শিক্ষককে বিভিন্ন ধরনের ভয়ভীতি এমনকি হত্যার হুমকি দিয়ে আসছে বলে প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার এ প্রতিবেদককে জানিয়েছেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের দু’টি পক্ষকে বলা হয়েছে একটি হাজিরা খাতা করার জন্য। হয়তোবা অতি শীঘ্রই একটি হাজিরা খাতা করা সম্ভব হবে। উল্লেখ্য, ওই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী গ্রন্থাগারিক নিয়োগকে কেন্দ্র করে সহকারী প্রধান শিক্ষক ওবায়েদ উল্লা গত ০৩-১১-২০১১ ইং স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারকে বেধরক মারপিট করার ঘটনাও ঘটে। বর্তমানে এ ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক দু’টি গ্র“পের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এলাকাবাসী বিষয়টি নিরসনকল্পে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।