আবুল হাসান মৃধা, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর থানায় হামলার ঘটনায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনে সন্ত্রাস দমন ধারার মামলায় উপজেলা বিএনপি সভাপতি সদর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মৃধা ও সাধারণ সম্পাদক শুক্তাগড় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট তালুকদার আবুল কালামসহ ৫৫ বিএনপি নেতাকর্মীকে খালাস দিয়েছে ঝালকাঠি আদালত। আসামী পরে আইনজীবী এ্যাডভোকেট নুর হোসেন জানান, বুধবার দুপুর সোয়া ২ টার দিকে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক আল-আমিন শুনানী শেষে এ রায় দেন । রায়ে উল্লেখ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যার্থ হওয়ায় তাদের সবাইকে বেকসুর খালাস দেয়া হয়েছে। জানা গেছে, সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের উপর হামলা এবং দ্রুত বিচার আইনে গত ২৩ জুন রোববার বিকেল ৪ টায় নামধারী ১৩০ জনসহ অজ্ঞাত তিন’শ জনকে আসামী করে পৃথক দুটি মামলা করা হয়েছিল। এদের মধ্যে ১৮ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত ২২ জুন শনিবার বিকেলে তত্ত্ববধায়ক সরকার ব্যাবস্থা পুনঃবহালের দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের লাঠিচার্যে রাজাপুর থানার এসআই আতিকুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্য এবং বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়।