স্টাফ রিপোর্টার, ঢাকা, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন,‘বিরোধী নেত্রী জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাজাকারদের পক্ষ নিয়েছেন। এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’
শনিবার পদ্মাসেতুর শরীয়তপুরের জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী তীর প্রতিরক্ষামূলক নির্মাণ কাজের উদ্বোধন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী একথা বলেন।
খালেদা জিয়ার সাম্প্রতিক সিঙ্গাপুর সফরের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করতে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।’
যুদ্ধাপরাধীদের বিচার করা ১৪ দলের নির্বাচনী ওয়াদা উল্লেখ করে তিনি বলেন,‘এই বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে এবং মুক্তিযুদ্ধে নিহত শহীদদের ঋণ পরিশোধ করবে।একই সঙ্গে বাংলাদেশের জন্য নতুন আশা ও সমৃদ্ধির দরজা খুলে যাবে। ’
খালেদা জিয়া জনগণের দাবিকে অগ্রাহ্য করে নিজেকে জনবিচ্ছিন্ন করে ফেলেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী জনতার দাবি মেনে নেয়ার জন্য বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার ভাষণে জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সমালোচনা করে বলেন,‘মুসলমান হয়েও তারা কীভাবে মসজিদ অপবিত্র করে,মসজিদে ঢুকে জায়নামাজ পুড়িয়ে দেয়?’