Home | ফটো সংবাদ | রাজস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ ‘লগান’ খ্যাত বলিউড অভিনেতা শ্রীবল্লভ

রাজস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ ‘লগান’ খ্যাত বলিউড অভিনেতা শ্রীবল্লভ

বিনোদন ডেস্ক : পৃথিবীর মায়া ত্যাগ করে আপন ঠিকানায় পাড়ি জমালেন ‘লগান’ খ্যাত বলিউড অভিনেতা শ্রীবল্লভ ব্যাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ২০০৮ সাল থেকে পক্ষাঘাতে শয্যাশায়ী ছিলেন তিনি।

রবিবার রাজস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। জানা গেছে, পরিবারের আর্থিক অবস্থা তলানীতে হওয়ায় হাসপাতালের বিল মেটাতে পারছিলেন তার স্ত্রী ও দুই মেয়ে।

২০০৮ সালে একটি ছবির শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাত হয় তার। তার পর থেকেই শয্যাশায়ী ছিলেন। আর্থিক অনটনের কারণেই শ্রীবল্লভকে নিয়ে যাওয়া হয়েছিল জয়সলমিরের একটি সরকারি হাসপাতলে।

২০১৩ সালে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতার স্ত্রী অভিযোগ করে বলেছিলেন, ‘শুধু আমিই জানি, কীভাবে টাকার জোগাড় করছি। আমরা মুম্বাই ও জয়সলমির থেকে চলে এসেছি টাকার অভাবেই। সিনেমা ও টিভি সংগঠনও আমাদের পাশে দাঁড়ায়নি। একটা ট্রাস্ট তৈরি করেই দায় সেরেছে।’

শ্রীবল্লভ ব্যাস বলিউড তথা ভারতীয় ছবির বেশ পরিচিত মুখ। আমির খানের ‘লগান’ ছাড়াও সরফারোশ, শূল, অভয়, বোস: দ্য ফরগটেন হিরো সহ অনেক ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি। হয়েছিলেন ব্যাপক প্রশংসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আইসিসির ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার কোহলি

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকটার নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক ...

রংপুর সিটির মেয়র হিসেবে শপথ নিলেন মোস্তফা

স্টাফ রিপোর্টার : রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন মোস্তাফিজার রহমান ...