স্টাফ রিপোর্টার : অনেক দিন থেকেই গুঞ্জন চলছিল যে তামিল সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে যোগ দিচ্ছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণার পর থেকে ব্যাপারটা আরো মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও রজনী স্যার এখনো কোনো কথা বলেননি। সূত্র জানায়, এই ঝানু অভিনেতা মোদীর খুব কাছের একজন।
বিজেপির তামিলনাড়ু ইউনিট থেকে রজনীকান্তকে তাদের সঙ্গে যোগদানের আহ্বান জানানো হয়। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি পোন রাধাকৃষ্ণন জানান, আগামী ২৬ সেপ্টেম্বর তিরুচিরাপল্লিতে রাজ্য বিজেপি একটি ইয়ুথ র্যালির আয়োজন করেছে, যেখানে নরেন্দ্র মোদী বক্তব্য দেবেন, সেখানেও এই তামিল আইকনকে থাকার আহ্বান জানিয়েছেন রাধাকৃষ্ণন।
ব্যাঙ্গালুরুতে জন্ম নেয়া এই তামিল মুভি আইকন কিছু কন্নড় ছবির জন্যও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এর মধ্যে- থাপ্পিডা থালা, মাথু তাপাড্ডা মাগা এবং কুমকুমা রাকশে অন্যতম। জানা যায়, সুপারস্টার রজনীকান্তের সর্বশেষ ছবি কোচাদাইয়ান মুক্তি পাচ্ছে তার জন্মদিন ১২ ডিসেম্বরে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।