নুরুল ইসলাম শেফুল,মৌলভীবাজার প্রতিনিধি : বুধবার রাত ৯টায় মৌলভীবাজারের রাজনগর-সিলেট আঞ্চলিক মহাসড়কের গয়াসপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন অটোরিকশাচালক মানিক মিয়া (৩৮) ও শিশু অংকন মালাকার (৬)। আহতরা হলেন অপূর্ব মালাকার (৪০), প্রীতি মালাকার (৭)ও কল্পনা রানী মালাকার (৩২)। তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যদর্শীরা জানায়, সিলেট থেকে একটি মাইক্রোবাস মৌলভীবাজার যাচ্ছিল। পথে গয়েশপুর এলাকায় সিলেটগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উক্ত দুজন মারা যায়।