জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার রাজনগর-সিলেট মহাসড়কের রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় সিলেটগামী অটোরিক্সা ও মৌলভীবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শ্রীমঙ্গল উপজেলার মাধবপাশা গ্রামের নূর মিয়ার ছেলে অটোরিক্সাচালক মালিক মিয়া (৪০) নিহত হন।
অটোরিক্সায় থাকা যাত্রী মুন্সিবাজার এলাকার অমরেন্দ্র মালাকার (৪৬) ও তার ছেলে অংকন মালাকার (৫), স্ত্রী কল্পনা রাণী মালাকার (৩৪) এবং কর্ণিগ্রাম এলাকার বিধু মালাকারের ছেলে বিপ্লব মালাকারকে (১৫) গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অটোরিক্সাচালকের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চি জানান, গাড়ি দু’টি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে।