নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মিটিপুর গ্রামে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই আল আমিন(২৩) খুন হয়েছে। শুক্রবার ভোরে চিকিৎসাধিন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার বিকেলে দু’পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ফুফাতো ভাই সাইফুল,সামসুল ও আজিজ গং আল-আমিনের বাড়ীর পাশে মনু নদীর তীরে তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থা আশংকাজনক হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।