স্টাফ রিপোর্টার : রাজধানীর সূত্রাপুরে নির্মাণাধীন একটি ভবনে লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক হলেন- হাবিবুর রহমান (২৪) ও মো. নওয়াব (২৫)।
সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে ‘ইস্ট বেঙ্গলের’ ১০ তলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে শেকলের লিফট দিয়ে একটি যন্ত্র নিচে নামানোর সময় শিকল ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যান।
হাবিবুরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এবং নওয়াবকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত হাবিবুর রহমানের বাড়ি ঝালকাঠী জেলায়। আর নওয়াবের বাড়ি শরীয়তপুরে।